04/20/2025 ট্রাক শ্রমিক বেলাল হোসেন ‘হত্যাকান্ডের’ প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৪২
ঢাবি প্রতিনিধি: বিএনপির অবরোধ চলাকালীন অগ্নিদগ্ধ হয়ে নিহত ট্রাক শ্রমিক বেলাল হোসেনের (৩৫) হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মৃত বেলাল হত্যার বিচার দাবি ও চলমান হরতাল-অবরোধের প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন করেছে সংগঠনটি।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, মানবতা বিরোধী অপরাধ এবং মানুষের জানমালের ওপর ধারাবাহিকভাবে আঘাত এবং অগ্নিসন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য ছাত্রসমাজ আজ রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমবেত হয়েছে। একটি রাজনৈতিক দল এবং ক্রিমিনাল গ্যাং এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু বর্তমানে বিএনপি জামায়াত যা করছে, তাতে তাদের আর ক্রিমিনাল গ্যাং এর মধ্যে কোন পার্থক্য নেই। কোন সভ্য গণতান্ত্রিক দেশে এ ধরনের কোন রাজনৈতিক দলের রাজনীতি করার আইনগত, সামাজিক কিংবা সাংস্কৃতিক সুযোগ পৃথিবীর কোথাও থাকে না। ২৮ নভেম্বরের পর থেকে প্রথম ১০ দিনেই ১৫৪ টি বাসে আগুন দেয়ার ঘটনা রয়েছে। বর্তমানেও এটি অব্যাহত রেয়েছে, যার সর্বশেষ মৃত্যুর সিরিয়াল লিস্টের ভুক্তভোগী হচ্ছেন বেলাল হোসেন। শ্রমিকরা যখন কাজে যাচ্ছে, তাদের সেই যাত্রা ব্যাহত করে তাদের লাশের ওপর রাজনীতি করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তাই যারা অগ্নিসন্ত্রাস - সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করছে তাদেরকে এবং তাদের উর্ধ্বতন কতৃপক্ষকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, নিহত বেলাল৷ হোসেন একজন ট্রাক চালক যিনি তার ট্রাক জালিয়ে রুজি-রুটি জোগাড় করতেন। তার সাথে এই নৃশংসতম, ঘৃন্যতম ও বর্বর ঘটনাটি ঘটে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমরা ছাত্রসমাজ বলতে চাই, বেলাল হোসেনরা মরেনি, মরবে না, তারা আমাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকবে৷ তার কী অপরাধ ছিলো? সে বিএনপি জামায়াত কতৃক ডাকা অবরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে তার রুটি- রুজির জন্য কাজে গিয়েছিল।
বিএনপি জামায়াতের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ৭১ এ আপনাদের অগ্রজরা এভাবেই হত্যাযজ্ঞ - ধ্বংসযজ্ঞ চালিয়েছিলো। আপনারা নিরীহ মানুষের ওপর এসব কর্মকান্ড না চালিয়ে আমাদের সাথে লড়ুন। এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ, এই বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ। কোনভাবেই এই বাংলার মাটিতে অগ্নি সন্ত্রাসের স্থান হবে না। আমাদের শ্রমিক ভাই বেলাল হোসেন হত্যার প্রতিবাদ সহ গত এক মাসে হরতাল - অবরোধে যে সমস্ত মানুষকে হত্যা ও জানমালের ক্ষতি করা হয়েছে, আমরা তার প্রতিবাদেই আজকে এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি।
জানা গেছে, বিএনপি ও সমমনা রাজনৈতিক দল কতৃক ডাকা অবরোধে গত ২৭ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সরকারি চাল বোঝাই ট্রাক গুইমারার হাফছড়ি পৌঁছলে রাস্তায় গাছ ফেলে গাড়িটির গতিরোধ করে, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দেয়। দুর্বৃত্তের দেয়া আগুনে ট্রাক চালক এবং চালকের সহকারী অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহতদের প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে বেলাল হোসেনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। দীর্ঘদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর শনিবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মারা যায়। গতকাল (৩ ডিসেম্বর) তেজগাঁও ট্রাক স্টান্ডে নিহত বেলাল হোসেনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।