04/22/2025 ওসিদের বদলির সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন
অনলাইন ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩ ১৯:১৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারা দেশের ওসিদের রদলির সময়সীমা বাড়ানো হয়েছে। সময়সীমা ৮ ডিসেম্বর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
আজ সোমবার নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ওই চিঠিতে বলা হয়েছে, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে।
এর আগে শুক্রবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।