04/22/2025 মানুষ ভাড়া করে জ্বালাও-পোড়াও করা হচ্ছে : ডিএমপি কমিশনার
অনলাইন ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩ ২২:১৯
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘রাজনৈতিক দলের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ ভাড়া করে জ্বালাও-পোড়াও এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
আজ সোমবার ৪ ডিসেম্বর 'শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিজয় দিবস উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচন সামনে রেখে জ্বালাও-পোড়াও এবং ককটেল বিস্ফোরণের বিষয়গুলো একেবারে উপেক্ষা করা যাবে না। এরই মধ্যে তদন্তে এসেছে রাজনৈতিক দলের নেতাকর্মী এবং তারা শ্রমজীবী মানুষ ভাড়া করে এসব ঘটনা ঘটাচ্ছে।