10/28/2025 পাচ্ছেন ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা
Mahbubur Rohman Polash
২৯ November ২০১৭ ১৩:৩১
সৌমিত্র চট্টোপাধ্যায়
প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেওয়া হচ্ছে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘লেজিয়ঁ দঁ নর’। আগামী বইমেলাতেই তার হাতে এই সম্মান তুলে দেবেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাঁসোয়া নিসেন। ১৯৮৮ সালে বিশ্বনন্দিত পরিচালক সত্যজিৎ রায়কে একই সম্মান তুলে দিতে কলকাতায় এসেছিলেন তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট মিতেরঁ। ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মাঠই এবার ফ্রান্সের সঙ্গে সংস্কৃতির সেতুবন্ধের মঞ্চ হয়ে উঠতে চলেছে। মেলার ‘থিম দেশ’ এবার ফ্রান্স। ফরাসি সাহিত্যজগতের একঝাঁক বিদগ্ধজনের সঙ্গে বইপ্রেমী, লেখক ও প্রকাশকেরা মিলে ১০ দিন ধরে চলবে সাহিত্য ও সমকাল-চর্চার নানা অনুষ্ঠান।
কলকাতা বইমেলা এবার কলকাতার গন্ডি ছাড়িয়ে সল্টলেকে অনুষ্ঠিত হচ্ছে। সায়েন্স সিটির কাছে মিলনমেলা মাঠে স্থায়ী মেলাপ্রাঙ্গণ গড়ে তোলার কাজ হচ্ছে বলে বইমেলা এবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে সরে আসছে। উদ্যোক্তা বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড-এর সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সভাপতি সুধাংশুকুমার দে-রা অবশ্য জানিয়েছেন, গতবারের মতো কমবেশি ৭৫০টি ছোট-বড় স্টল নিয়ে বইমেলা তার ঐতিহ্য অটুট রাখবে। সুত্র: অনলাইন