04/20/2025 জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত, সম্পাদক শশী
জবি প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৩ ২১:৫৫
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ২৩-২৪ কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে এশিয়ান টিভি অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অমৃত রায়কে সভাপতি ও দৈনিক দেশ বাংলা পত্রিকার প্রতিনিধি শাহ শরফুদ্দীন শশীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
১৩ ডিসেম্বর বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন, সাবেক সভাপতি আবু হানিফ ও সাবেক সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায় বলেন, ‘আমাকে সভাপতির দায়িত্ব দেওয়ায় প্রধান উপদেষ্টা, সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদককে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনের সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িকতার সহিত সার্বিক উন্নয়নের পথে নিয়ে যেতে সদা সোচ্চার থাকবো।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ মো: শরফুদ্দিন শশী বলেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তায়ালার কাছে। সততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িকতা এই তিন মূলনীতিতে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।’