04/22/2025 মানবধর্মই সবচেয়ে বড় : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৩২
মানবধর্মই সবচেয়ে বড় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশের মাটি সব ধর্মের মানুষের। এখানে ধর্মনিরপেক্ষতা থাকবে কিন্তু ধর্মহীনতা নয়। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটি সবার জন্য। ধর্মের কথা সবাই মেনে চললে আর সংঘাত-সহিংসতা সৃষ্টি হয় না। যিশুখ্রিষ্টের জন্মস্থানে আজ রক্ত ঝরছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যেখানে সুযোগ পাচ্ছি, সেখানেই এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্ম যেন ব্যবহার না হয়; ধর্মীয় সংঘাত আমরা চাই না। সবাই উৎসবে মেতে উঠেছি, সুখ-দুঃখ ভাগাভাগি করে নিচ্ছি–এটাই চাওয়া আমাদের।