04/21/2025 গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২০০ জন নিহত : হামাস
অনলাইন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:১৮
গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় ২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। হামাস কর্তৃপক্ষ শনিবার এ কথা বলেছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আরও কিছু করার জন্য মিত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই এই হামলা চালানো হচ্ছে।
যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিনিদের প্রতি সংযম এবং আরও সাহায্য পৌঁছানোর ক্রমবর্ধমান আহ্বান সত্ত্বেও, হামাসকে পরাস্ত করার লক্ষ্যে ইসরায়েল তার ১১-সপ্তাহ ধরে চলমান ‘অপারেশন সোর্ডস অফ আয়রন’ অভিযানে সামান্যতম সংযম পরিলক্ষিত হয়নি।
যুদ্ধ এখন গাজা সিটি এবং দক্ষিণের শহর খান ইউনিসকে কেন্দ্র করে, উভয়ই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়।
ইসরায়েলি ভারী অস্ত্রের হামলার খবরের পর, উপকূলীয় অঞ্চলের উত্তরে এবং খান ইউনিসে ধূসর এবং কালো ধোঁয়া দেখা যায়। শরণার্থী শিবিরে পরিণত হওয়া শহরটি গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের জন্মস্থান এবং অক্টোবরের হামলার জন্য তাকে সবচেয়ে বেশি দায়ী করছে ইসরাইল।