04/22/2025 জাল ভোটের প্রমাণ পেলে চাকরিচ্যুত করা হবে : ইসি হাবিব
অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩ ১৯:২৯
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও জাল ভোটের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রিজাইডিং, পোলিং ও সহকারী প্রিজাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। এ ছাড়া চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার, তাই করা হবে।
বুধবার পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।