04/21/2025 গাজার রাফাহতে আবাসিক ভবনে ইসরায়েলি বোমা হামলা : নিহত অন্তত ২০
অনলাইন ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩ ১১:৩৯
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাফাহ শহরের কুয়েত স্পেশালিটি হাসপাতালের কাছে আবাসিক ভবনে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি ওই বিমান হামলায় আবাসিক ভবনটি সম্পূর্ণরূপে মাটিতে মিশে গেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছে, গাজার প্রতিটি কোণায় ইসরায়েল বোমাবর্ষণ করে চলেছে এবং এতে কমপক্ষে আরও ৫০ জন নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা