04/21/2025 ৫২ বছর পর সিংহাসন ত্যাগের ঘোষণা দিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট
অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৪ ১১:৫৩
সিংহাসন ত্যাগের ঘোষণা দিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট। রোববার রাতে ইংরেজি নববর্ষ ২০২৪ উপলক্ষে দেওয়া টিভি ভাষণে অকস্মাৎ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ত্যাগ করবেন রানি দ্বিতীয় মার্গারেট। এদিন তার সিংহাসনে আরোহণের ৫২ বছর পূর্ণ হবে। এরপর দায়িত্ব নেবেন তার বড় ছেলে প্রিন্স ফ্রেডেরিক।
জানা গেছে, পিঠে অস্ত্রোপচারসহ নানা অসুস্থতাজনিত কারণে সিংহাসন ত্যাগ করছেন রানি দ্বিতীয় মার্গারেট। তার মতে, এটাই পরবর্তী প্রজন্মের কাছে ক্ষমতা হস্তান্তরের উপযুক্ত সময়।
ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে বেশিদিন রানির দায়িত্বে ছিলেন দ্বিতীয় মার্গারেট। ১৯৭২ সালে তার বাবা কিং ফ্রেডেরিক নবম মারা যাওয়ার পর রানির মুকুট পরেছিলেন তিনি।