04/30/2025 গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২২ হাজার ছুঁইছুঁই
অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৪ ১৫:১৪
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রায় তিন মাস ধরে ইসরায়েলি বাহিনীর এই বর্বর আগ্রাসনে উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন প্রায় ২২ হাজার ছুঁইছুঁই।
সোমবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এরই মধ্যে প্রাণহানি ২১ হাজার ৯৭৮ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা গাজায় ইসরায়েলি হামলার ৮৭তম দিনের তথ্য জানান এক বিবৃতিতে। তিনি বলেন, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে প্রায় ৫৭ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি।
: আল জাজিরা, আনাদোলু এজেন্সি