04/21/2025 সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আইজিপি
অনলাইন ডেস্ক
৭ জানুয়ারী ২০২৪ ১৩:২৫
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সারাদেশ থেকে আমাদের কাছে খবর এসেছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রবিবার পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। মানুষ উৎসবের সাথে ভোট দিচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই পেশাদারিত্বের সাথে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছে।