05/02/2025 গাজা যুদ্ধে অন্তত ১৩ হাজার ইসরাইলি আহত
অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৪ ২৩:১৩
গাজা যুদ্ধে অন্তত ১৩ হাজার ইসরাইলি আহত হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো নেসেট হেলথ কমিটিকে এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো বলেছেন, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১৩ হাজার আহত ইসরাইলিকে চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ইসরাইলিদের মানসিক অবস্থার উন্নতির জন্য দুই বিলিয়ন ইসরাইলি শেকেল (৫৩৮ মার্কিন ডলার) বরাদ্দ দেয়া হয়েছে। একইসাথে শয্যা সংখ্যা ৯০০ শয্যা থেকে বাড়িয়ে ১৫০০ শয্যা করা হয়েছে।
সূত্র : আল জাজিরা