05/06/2025 ২১ জানুয়ারি শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা
অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৪ ০৮:২৬
রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আগামী ২১ জানুয়ারি (২০২৪) শুরু হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। পূর্বাচলে বিবিসিএফইসিতে মাসব্যাপী চলবে এই মেলা।
চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী বাণিজ্য মেলাকেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখন থেকে প্রতিবছর এখানেই আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর বসবে।