04/21/2025 শহীদ আসাদ এদেশের গণতন্ত্রকামী মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৪ ২১:৩২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ এদেশের গণতন্ত্রপ্রেমী, মুক্তিকামী মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। তার আত্মত্যাগ সবসময় আমাদের অধিকার আদায়ের আন্দোলনে প্রেরণা যোগাবে। ’
তিনি বলেন, ‘এদেশের স্বাধীনতা সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি মনে করি, শহীদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।
আগামীকাল শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।