04/21/2025 নতুন সরকারের সঙ্গে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ জাতিসংঘ
অনলাইন ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৪ ২২:৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় এ কথা জানান। প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব।
গুতেরেস বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বড় ভূমিকা, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন প্রচেষ্টাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারিকে জাতিসংঘ মূল্যায়ন করে।
শেখ হাসিনাকে অ্যান্তোনিও গুতেরেস লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘ কান্ট্রি টিমসহ জাতিসংঘ আপনার সরকারের সঙ্গে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।