04/21/2025 রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ইউক্রেনের হামলা : নিহত ২৫
অনলাইন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৪ ২২:৫৬
পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি মার্কেটে কিয়েভ থেকে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন হতাহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিবিসির খবরে এ তথ্য জানিয়ে বলা হয়, হামলায় নিহত হয়েছেন ২৫ জন। বাকিরা সবাই আহত।
মস্কোয় নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন বার্তা মাধ্যম টেলিগ্রামে এ ঘটনার ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, দোনেৎস্কের একটি মার্কেটে কিয়েভ থেকে হামলা চালানো হয়েছে। গতকাল রোববার হামলাটি সংঘটিত হয়। ২৫ জন নিহতসহ এ ঘটনায় হতাহত ৪৫।
তিনি আরও বলেন, আমাদের জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে। ফরেনসিক বিশেষজ্ঞরা হামলায় ব্যবহৃত অস্ত্রের নমুনা সংগ্রহ করছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘বর্বর সন্ত্রাসী আগ্রাসন’ বলে নিন্দা করেছে।