04/20/2025 দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে শিক্ষা কারিকুলাম পরিবর্তনের বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৪ ২৩:৫২
শিক্ষা পাঠ্যক্রমকে সময় ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রচলিত শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, ‘দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে শিক্ষা কারিকুলাম পরিবর্তনের বিকল্প নেই। শিক্ষা ব্যবস্থাপনা আধুনিকায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।’
আজ রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়মের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক দোকানপাট নয়, শিক্ষার্থীরা যাতে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে এবং নিজেরা নিজেদের সংস্থান করতে পারে সেই দিকে শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। শিক্ষাঙ্গনে ভর্তি বাণিজ্য ও অন্য কোনো অনৈতিকতা ও অনিয়মের সঙ্গে কেউ যুক্ত হলে তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। এই নির্দেশনাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার।