04/21/2025 ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা : নিহত ১৮, আহত শতাধিক
অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৪ ১০:০৭
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক মানুষ। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১৮ জন নিহতও ১৩০ জন আহত হয়।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, হামলায় ১৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র: বিবিসি