04/20/2025 আগের চেয়ে বিপুল ভোট পাবে আওয়ামীলীগ
Mahbubur Rohman Polash
১২ ডিসেম্বর ২০১৭ ১১:১৬
গতকাল সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন নবমের চেয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বেশি ভোট পাবে । তিনি বলেন, “আরেকটা সুখবর জানাতে আমি এসেছি। আগামী নির্বাচন নিয়ে আমি জরিপ করেছি। দলকে জানাতে চাই যে আমার জরিপের রেজাল্ট এত ভালো আসছে যে আজকে যদি নির্বাচন হয়, তাহলে আগের চেয়ে বেশি ভোট পাবে আওয়ামী লীগ। ২০০৮ সালের চেয়েও বিপুল বিজয় পাবে আওয়ামী লীগ।” প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দাবি করেন, “এটা সাইন্টিফিক্যালি জরিপ করে আমরা পেয়েছি। এখানে আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নেই। এ কথাটা জানাতে আমি এসেছি।”আগামী সংসদ নির্বাচনে নিজে প্রার্থী হচ্ছেন না বলেও জানান সজীব ওয়াজেদ জয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রার্থী হচ্ছি না। আমার উদ্দেশ্য দলকে ক্ষমতায় রাখা। এমপি-মন্ত্রী হওয়ার লোভ আমার নেই। এটা ভবিষ্যতে দেখা যাবে। দলকে কীভাবে ক্ষমতায় রাখতে পারি, এটাই আমার লক্ষ্য”।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বিকেল তিনটা থেকে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট আলোচনা করেন। ওই আলোচনা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে কোনো পরিকল্পনা আছে কি না এবং কোনো চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কি না, জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, “আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসবেই। আওয়ামী লীগের প্রতি মানুষের যে বিশ্বাস এবং ভালোবাসা চলে এসেছে- আওয়ামী লীগকে ভোটে হারানোর মতো কোনো দল বাংলাদেশে নেই।”
সজীব ওয়াজেদ আরো বলেন, “এটা আমার জরিপে একদম স্পষ্ট। এটা নিয়ে আমার খুব একটা চিন্তা নেই।” কোন প্রতিষ্ঠান এই জরিপ করেছে, জানতে চাইলে জয় বলেন, “জরিপটা আমরা প্রত্যেক বছরই করি। সেটা আমাদের একটা কোম্পানি আছে, সেটা থেকেই করি। এটা আমার বিষয়, এটা নিয়ে আমি স্টাডি করেছি, কাজ করেছি। আমার বিশ্বাস, আমার জরিপ হচ্ছে মোস্ট অ্যাকিউরেট ।” সজীব ওয়াজেদ বলেন, “ষড়যন্ত্র তো লেগেই আছে, আমাদের নজর রাখতে হবে, আগামী এক বছর, কোনো দুর্ঘটনা, যেগুলো আমরা গত নির্বাচনে দেখেছি, যেভাবে আমাদের দেশের মানুষের ওপর আগুন দিয়ে সন্ত্রাস চালিয়েছে, এ রকম ঘটনা যাতে না হয়।”