04/21/2025 সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের ৪৮, জাতীয় পার্টির ২
অনলাইন ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৪ ১৬:২২
দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। জাতীয় পার্টি (জাপা) পাচ্ছে দুইটি আসন। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে।
৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ নারী নতুন করে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে পারেন। বাকি দুইজন জাতীয় পার্টি থেকে হতে পারেন।