04/21/2025 নাইজেরিয়ায় রাজাকা হত্যা করে স্ত্রীকে অপহরণ করলো বন্দুকধারীরা
অনলাইন ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৮
নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। একই সঙ্গে তার স্ত্রীকে বন্দুকধারীরা অপহরণ করে নিয়ে গেছে।
গত বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে। বন্দুকধারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাজা আরেমু হত্যাকাণ্ডকে ‘বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য; আখ্যা দিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ
এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা কাছের একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করেছে।
সূত্র : গার্ডিয়ান।