04/21/2025 চিলিতে দাবানল ছড়িয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৬
অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪২
৪ ফেব্রুয়ারি, ২০২৪(অনলাইন ডেস্ক): চিলিতে দাবানল ছড়িয়ে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এ নজিরবিহীন দাবানল ছড়িয়ে পড়া এখনো অব্যাহত রয়েছে। এতে ইতোমধ্যে বহু ঘরবাড়ি পুড়ে গেছে। শনিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক পরিস্থিতির ব্যাপক বিপর্যয়ের কারণে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন। এদিকে সেখানের খরা পরিস্থিতি এবং তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এ সংকটকে আরো বাড়িয়ে তুলেছে।
শনিবার বিকেলে হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করার পর বোরিক বলেন, এ দাবানলে ইতোমধ্যে ৪৬ জন প্রাণ হারিয়েছে।
সূত্র : এএফপি