04/20/2025 গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন
অনলাইন ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩৩
স্থানীয় সরকার নির্বাচনের কারণে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী শনিবার (২৭ এপ্রিল) (‘এ’ ইউনিট-বিজ্ঞান), শুক্রবার (৩ মে) (‘বি’ ইউনিট-মানবিক) এবং শুক্রবার (১০ মে) (‘সি’ ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয় বলে শনিবার (১০ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।