04/10/2025 আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১১
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এটি ছিল বিশ্ব ইজতেমার ৫৭তম আয়োজন।
রবিবার টঙ্গীর তুরাগ নদের তীরে সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে ইজতেমার এ পর্বের আখেরি মোনাজাত। গত ৮ ফেব্রুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।
ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে শেষ মুহূর্তে ঢাকা, গাজীপুরসহ সারাদেশ থেকে বহু সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে যোগ দিচ্ছেন। এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
এর আগে শনিবার ইজতেমার ময়দানে সমবেত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে ইজতেমার শীর্ষ মুরুব্বিরা ইমান আমল ও দ্বীনের দাওয়াতে তাবলিগের ওপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।