05/01/2025 লালমনিরহাটে গাঁজাসহ দুই চালক আটক।
Mahbubur Rohman Polash
১৫ ডিসেম্বর ২০১৭ ১১:৫১
হাসান মাহমুদ লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ৮০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই চালককে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলের দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা সড়ক সেতু টোল প্লাজা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বোয়ালভির গ্রামের আব্দুল হামিদের ছেলে চালক মতিউর রহমান(৩৩) ও একই জেলার নাগেশ্বরী উপজেলার শিংয়েরভিটা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে সহকারী চালক খায়রুল ইসলাম(২৬)। এ বিষয়ে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই টোল প্লাজায় একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ বিষয়ে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সুশান্ত সরকার জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।