04/19/2025 ইসমাইল চৌধুরী সম্রাট এর পিতার রূহের মাগফেরাত কামনা করে রাজধানী সহ বিভিন্ন স্থানে দোয়া-মাহফিল
Mahbubur Rohman Polash
১৫ ডিসেম্বর ২০১৭ ২১:০৬
আজ রোজ শুক্রবার, সকাল ১০টায়, ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর বাবা মো.ফয়েজ আহম্মেদ চৌধুরীর মিলাদ ও স্মরন সভা অনুষ্ঠিত হয়। স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন-বেগম খালেদা জিয়া সৌদি, দুবাইতে অবৈধ সম্পত্তির তদন্ত হওয়ার আগেই-সারা দুনিয়ায় তদন্ত করে ফেলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব, তিনি বলেছেন সারা পৃথিবীতে তারা খোঁজ নিয়ে দেখেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের নামে বিদেশে যে সম্পদের কথা বলা হচ্ছে, সেই ধরনের সম্পদের কোন অস্তিত্বই নেই। এমন কি সৌদি আরবে এবং দুবাইতে যে প্রোর্পাটির কথা বলা হয়েছে, সে প্রোর্পাটি গুলোর কোন অস্তিত্ব নাই। এছাড়া মির্জা সাহেব আরো বলেছেন খুব দৃঢ়তার সহিত বলতে চাই এ ধরনে মিথ্যা সংবাদ তারা জনগণকে বিভ্রান্তি করার জন্য প্রচার করেছে। প্রশ্ন হচ্ছে কারা করছে এবং তা সৌদি আরব বা দুবাই কেন?
সব চাইতে চমৎকার বিষয় হচ্ছে বিএনপি মহা সচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের-এ বক্তব্য আলোচনার খোরাক যুগিয়েছে, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ এর মাধ্যমে।
দুই-তিন দিনের মধ্যেই মির্জা ফখরুল সাহেবের বিশ্ব জুড়ে তদন্ত করে ফেলার তথ্য ঠাট্টা করে ফেসবুকে ষ্ট্যাটাস দিচ্ছেন অনেকেই। বাকায়েত নামে একজন লিখেছেন খুবই হাস্যকর ব্যাপার। মাত্র দুই-তিন দিনেই সার বিশ্ব খোঁজা হয়ে গেল!!! আমির নামে একজন লিখেছেন সুইস ব্যাংক, সৌদি আরব, দুবাই বাণিজ্য ছাড়া পৃথিবীর সব জায়গায় খোজা হয়েছে। এই তিন জায়গায় খুজলেই ফখরুল বরখাস্ত। আপনি যদি সম্পত্তির অস্তিত্ব পান তাহলে সঙ্গে সঙ্গেই আপনার পদের অস্তিত্ব থাকবে না।
আর একজন নীরব মজা করে লিখেছেন ফখরুল সাহেবের মনেও সন্দেহ জেগেছিল, যে ঘটনা সত্যি কি না। নয় ওনি আবার খোজ করতে গেলেন কেন? ডালমে কুছ তো কালা হ্যয়ই।
মনে রাখবেন মির্জা ফখরুল সাহেব-বিলিভ ইট অর নট আজকের সভ্যতায় পুরুষকে মাপা হয় ব্যাংকের ফিগার দিয়ে আর মেয়েদের মাপা হয় দেহের ফিগার দিয়ে।
এ সময় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা-প্রশিক্ষন সম্পাদক মিজানুল ইসলাম মিজু, মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, সভাপতিত্ব করেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন সহ সভাপতি মাইনউদ্দিন রানা, সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। কোরান খানি, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন যুবলীগ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান।
এছাড়া গুলিস্থান কেন্দ্রীয় জামে মসজিদে মুফতি হাফেজ মাওলানা মুজজামিল হোসেন, ইসমাইল চৌধুরী সম্রাট এর পিতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
এসময় মহানগর দক্ষিন যুবলীগ সহ সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ , ও ২০ নং ওয়ার্ড এর যুবলীগ নেতা সহ বিভিন্ন নেতাকর্মী ও শত শত মুসল্লী দোয়ায় অংশ গ্রহন করেন।
এছাড়া ইসমাইল চৌধুরী সম্রাটের এর গ্রামের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলা সাহেব বাজার নিজ বাড়ি তে লাখো মানুষ ইসামাইল চৌধুরী সম্রাট এর পিতা মরহুম ফয়েজ উদ্দিন চৌধুরী (৯০) মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশ গ্রহন করে পরে গনভোজে সামিল হয়।