03/14/2025 দুদকের মামলায় জামিন পেলেন ড. ইউনূস
অনলাইন ডেস্ক
৩ মার্চ ২০২৪ ১৭:০১
৩ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক) : গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে জামিন দিয়েছে একটি আদালত।
ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করে আজ আদেশ দেন। এ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।
এই মামলায় গত ১ ফেব্রুয়ারি ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। মামলায় দুদক ১৩ জনকে আসামি করলেও অভিযোগপত্রে জাতীয় শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক কামরুল হাসানের নাম যুক্ত করা হয়।