04/21/2025 বেইলি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
৩ মার্চ ২০২৪ ১৭:৪২
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার দেশটির বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এই শোক জানানো হয়।
ঢাকার মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং আহতদের প্রতি জানাই গভীর সমবেদনা। হৃদয়বিদারক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে আমরা স্মরণ করছি।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন।