04/20/2025 মালশিয়ায় কুয়ালামলামপুরে “যমুনা ব্যাংকের” বিজনেস রিলেশন সম্পর্কিত অনুষ্ঠান
Mahbubur Rohman Polash
১৮ ডিসেম্বর ২০১৭ ১৮:২৮
গতকাল রোববার ১৭ই ডিসেম্বর মালশিয়ায় কুয়ালালামপুরে পুই চুই হল ,কোতয়ারা কমপ্লেক্স এ স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটে “যমুনা ব্যাংক লিমিটেড বাংলাদেশ। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশীদের জন্য যমুনা ব্যাংকের বিভিন্ন প্রমোশন সেবা সমূহ বিশদভাবে আলোচনা করে ।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে ছিলেন আলহাজ্জ নুর মোহাম্মদ ,চেয়ারম্যান যমুনা ব্যাংক ফাউন্ডেশন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানুতুষ মজুমদার ,ডাইরেক্টর যমুনা ব্যাংক লিমিটেড ।মোঃ খায়রুল ইসলাম টুটুল ম্যানেজিং ডাইরেক্টর, রফিক কন্সট্রাকশন, এসডি এন,বিএইচ ডি। সভাপতিত্ব করেন:সফিকুল আলম ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সি.ই.ও যমুনা ব্যাংক লিমিটেড।
বক্তারা এ সময় প্রবাসী বাংলাদেশীদের বলেন, বাংলাদেশের গন্ডী পেরিয়ে যমুনা ব্যাংক এখন বহি:বিশ্বে বাংলাদেশের প্রবাসীদের কল্যানে কাজ করে যাচ্ছে,এবং প্রবাসী বাঙ্গালীরা বেশ উপকৃত হচ্ছে ।
এ সময় পুই চুই হলরুম প্রবাসী বাংলাদেশী দ্বারা কানায় কানায় পরিপূর্ন ছিল। “গ্লেয়ার ইন্টারন্যাশনাল স্কূল “ও “আমাদের অধিকারপত্র” যমুনা ব্যাংকের এই উদ্দ্যেগ কে স্বাগত জানায় এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণে মালয়শিয়ায় বাংলাদেশী প্রবাসি মো: শাহাদাত হোসেন,এনামুল,তালেব মোল্লা,আজিজুল্লাহ,লাল,বাদল,দেলোয়ার,ইব্রাহিম,কদ্দুস,সাজের,আবু মুসা,আবদুস সামাদ কাজল প্রমুখ।