04/21/2025 গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১২৪, মৃতের সংখ্যা বেড়ে ৩০৫৩৪
অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৪ ১৭:৪২
আন্তর্জাতিক বিচার আদালতের অন্তর্বর্তী রায়কে উপেক্ষা করে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ১২৪ ফিলিস্তিনি নিহত এবং ২১০ জন আহত হয়েছে।
এতে ৭ অক্টোবর থেকে অন্তত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৩৪ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে মোট ৭১ হাজার ৯২০ জন। ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।
সূত্র : আনাদোলু এজেন্সি