04/19/2025 বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন
অনলাইন ডেস্ক
৭ মার্চ ২০২৪ ১৫:৪৫
রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি ৪ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, বনানী চেয়ারম্যানবাড়ি ৪ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে। তবে আগুনের মাত্রা কম হওয়ায় তিনটি ইউনিট রাস্তা থেকে ফেরত আসে। বর্তমানে একটি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।