04/20/2025 বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে সুযোগ নেয়ার জন্য গ্র্যাজুয়েটদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান
অনলাইন ডেস্ক
১১ মার্চ ২০২৪ ১২:৪০
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতা নির্ভর সনদ নিয়ে বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে জায়গা করে নেওয়ার জন্য গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন ।শিক্ষামন্ত্রী গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাদশ সমাবর্তনে এ আহ্বান জানান।
বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে কর্ম বা কাজ অপেক্ষা করছে। শুধু নিজেকে কর্মোপোযোগী ও দক্ষ করে গড়ে তুলতে হবে।