04/19/2025 রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৩৫
অনলাইন ডেস্ক
১৫ মার্চ ২০২৪ ১২:০০
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৯১৯ পিস ইয়াবা, ২০ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৬১৪ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা ও ৩০ বোতল দেশী মদ জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।