04/21/2025 বাংলাদেশকে ২,২৯৪ মিলিয়ন জাপানি ইয়েন দেবে জাপান
অনলাইন ডেস্ক
২৯ মার্চ ২০২৪ ১৫:৩১
২৯ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক) : কক্সবাজার জেলায় বাংলাদেশ ফিশারিজ উন্নয়ন কর্পোরেশনের ‘প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অফ ফিশ ল্যান্ডিং সেন্টার’ শীর্ষক প্রকল্পের জন্য জাপান সরকার ২,২৯৪ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ১৫.৩১ মিলিয়ন মার্কিন ডলার) প্রদান করবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ বিষয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে গতকাল অনুদান চুক্তি ও নোট বিনিময় স্বাক্ষরিত হয়েছে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশের পক্ষে নোট বিনিময় এবং অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।
ইআরডির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি ‘এক্সচেঞ্জ অফ নোটস’ এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুরি তমোহিদে জাপানের পক্ষে ‘অনুদান চুক্তিতে’ স্বাক্ষর করেন।