04/10/2025 চলতি মৌসুমের হজ ফ্লাইট শুরু ৯ মে
অনলাইন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪ ২১:০৫
চলতি মৌসুমের হজ ফ্লাইট আগামী ৯ মে শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান।
তিনি বলেছেন, হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ৯ মে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো চলতবে সব ফ্লাইটের সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। দ্রুত এই শিডিউল শিডিউল ঘোষণা করা হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পালিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। প্রতিবছর ঈদের একমাস আগে থেকেই শুরু হয় হজ ফ্লাইট।