04/21/2025 কালীগঞ্জে বিদেশী মদসহ আটক-১
Mahbubur Rohman Polash
৩১ ডিসেম্বর ২০১৭ ১১:১৫
হাসান মাহমুদ লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ৪ বোতল জ্যাকপট ফাইন হুইস্কিসহ (বিদেশী মদ) জয়দেব কুমার রায়(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকেলের দিকে উপজেলার শিয়ালখোওয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জয়দেব কুমার উপজেলার ওই এলাকার বাসিন্দা চন্দ্র রায়ের পুত্র। এ বিষয়ে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ বোতল জ্যাকপট ফাইন হুইস্কি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে শনিবার সন্ধ্যার দিকে লালমনিরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।
হাসান মাহমুদ। লালমনিরহাট।