04/21/2025 গাজা যুদ্ধবিরতি আলোচনায় ‘বল এখন সম্পূর্ণভাবে’ ইসরায়েলের কোর্টে : হামাস
অনলাইন ডেস্ক
১০ মে ২০২৪ ১৬:০৯
১০ মে, ২০২৪ (অনলাইন ডেস্ক) : ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস শুক্রবার বলেছে, গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে তাদের প্রতিনিধি দল কাতারের উদ্দেশ্যে কায়রো ছেড়েছে। হামাস আরো বলেছে, ‘বল এখন সম্পূর্ণরূপে ইসরায়েলের কোর্টে।’
যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী প্রতিনিধিদলটি কায়রো থেকে দোহায় যাত্রা করছে। দখলদার ইসরায়েল যথারীতি মধ্যস্থতাকারীদের উন্থাপিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং বেশ কয়েকটি কেন্দ্রীয় বিষয়ে আপত্তি জানিয়েছে। গ্রুপটি অন্যান্য ফিলিস্তিনি উপদলের কাছে এক বার্তায় বলেছে, তারা চুক্তিটি বিবেচনা করছে। সে অনুযায়ী ‘বল এখন পুরোপুরি দখলদারদের কোর্টে।
সূত্র: এএফপি