04/19/2025 জাবি ছাত্রীকে হেনস্তা, ১৭টি বাস আটক
অনলাইন ডেস্ক
১৫ মে ২০২৪ ২৩:৫৮
জাবি প্রতিনিধি : ঢাকা-সাভারগামী মৌমিতা পরিবহনের বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫১তম ব্যাচের এক ছাত্রীকে হেনস্তা করার জেরে ওই পরিবহনের ১৭টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসগুলো আটক করা হয়। এর আগে, গত ১৪ মে সন্ধ্যায় সাভারের ব্যাংক টাউন থেকে ক্যাম্পাসে ফেরার পথে ওই হেনস্তার ঘটনাটি ঘটে।