04/19/2025 দ্বিতীয় দফায় ও কমিটি রক্ষা করতে পারল না ঢাকা মঃ আঃলীগ উঃথানা কমিটিগুলো
Mahbubur Rohman Polash
৩ জানুয়ারী ২০১৮ ২১:০৪
ঢাকা মহানগর আওয়ামী-লীগ উত্তরের ২৬টি থানা, ৪৯টি ওয়ার্ড ও ৯টি ইউনিয়ন কমিটি প্রেস রিলিজ’-এর মাধ্যমে দেওয়া দলের সব থানা কমিটি বিলুপ্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গত ২৭ ডিসেম্বর মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি তে জানানো হয়, তারা ২৬টি থানা, ৪৯টি ওয়ার্ড ও ৯টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কমিটির দায়িত্ব হস্তান্তরের কাজ শুরুও করেছিলেন তারা।
এর পরিপেক্ষিতে মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, বনানী থানার সভাপতি এ কে এম জসিমউদ্দীন, মিরপুর থানার সভাপতি এস এম হানিফ, দারুস সালাম থানার সভাপতি মাজহারুল আনাম, শাহ আলী থানার সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা, ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন, ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক প্রমুখ।
তারা প্রধানমন্ত্রীর কাছে ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমতউল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খানের অনুমোদিত কমিটি (গত ২৭ ডিসেম্বর ) সম্পর্কে অভিযোগ করে নিজেদের ক্ষোভের কথা জানান। তারা বলেন, ত্যাগী ও প্রকৃত রাজনীতিকদের বাদ দিয়ে পকেটের লোক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে দল রাজনৈতিক ক্ষতির মুখে পড়বে। প্রধানমন্ত্রী তাদের অভিযোগ শুনে কমিটি বাতিল করেন এবং নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দায়িত্ব দেন। তাদেরকে সব পক্ষের সঙ্গে আলোচনা করে কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য থাকে যে, মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক এর আগেও একবার কমিটি দিয়েছিলেন। বিভিন্ন অভিযোগের কারণে সেই কমিটিও স্থগিত করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে গণভবনে মহানগরের কয়েকজন নেতা উত্তর আওয়ামীলীগ এর অনুমোদনকৃত বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি সংক্রান্ত জটিলতার বিষয়ে কথা বলতে গেলে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ এর সভাপতি শেখ হাসিনা এ সিদ্ধান্ত জানান।