05/11/2025 লেখালেখির ভবিষ্যত বিষয়ে তরুণ লেখক ফোরামের কর্মশালা
ইবি প্রতিনিধি
৩০ মে ২০২৪ ০০:৫৭
ইবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে 'কলাম, ফিচার ও লেখালেখির ভবিষ্যত' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুর ২.০০ টায় ইবির ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইয়ার) ভবনে অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালাটি শুরু হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখার সভাপতি আবু তালহা আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুনুর রহমান, ইংরেজি বিভাগ ও পরিচালক ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখার উপদেষ্টা মো. শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং সংগঠনটির সাধারণ সম্পাদক এস.এ.এইচ ওয়ালিউল্লাহ।
এসময় মো. শরিফুল ইসলাম বলেন, 'মানুষ এক দিনে পরিপক্ক্ব হয় না, লিখতে লিখতে একসময় পরিণত লেখক হতে পারবে। আমি আমার কাজ করে যাব, বাকি টা সৃষ্টিকর্তা দিবেন'।
সভাপতির বক্তব্যে আবু তালহা আকাশ বলেন, 'দক্ষ লেখক তৈরিতে লেখক ফোরাম প্রতিষ্ঠা পরবর্তী সময় থেকেই নানা আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। আশা করছি এ থেকে নতুন লেখকরা নব উদ্যমে তাদের যাত্রা শুরু করতে পারবে'।
উল্লেখ্য, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা সহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।