04/19/2025 স্কটল্যান্ডকে বিধ্বস্ত করে জার্মানীর ইউরো যাত্রা শুরু
স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৪ ১৭:৫৪
১৫ জুন ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : ১০ জনের স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে মিউনিখে শুক্রবার ইউরো মিশন শুরু করেছে স্বাগতিক জার্মানী। দুর্দান্ত এই শুরু জার্মানীর চতুর্থ ইউরোপীয়ান শিরোপা জয়ের স্বপ্ন আরো দৃঢ় করেছে।
ফ্লোরিয়ান রিটজ ১০ মিনিটে গোলের সূচনা করেন। অল্প সময়ের মধ্যে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুন করেন জামাল মুসিয়ালা।
জার্মানীর উড়ন্ত এই সূচনার পর মুসিয়ালা বলেছেন, ‘এর থেকে ভাল শুরু আর হতে পারেনা। আমরা এখানে নিজেদের পরিচিত পরিবেশ ঘরের মাঠে খেলছি, আর সে কারনেই এই ধরনের একটা শুরুর প্রয়োজন ছিল।’
সূত্র: এএফপি