04/19/2025 টি-টোয়েন্টিতে চার ওভারই মেডেন দিলেন ফারগুসন
স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৪ ২০:২৩
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সৃষ্টি হলো এক অনন্য বিশ্বরেকর্ড। অবিশ্বাস্য বোলিংয়ে নজির গড়লেন নিউজিল্যান্ডের পেস বোলার লকি ফার্গুসন। নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির মধ্যকার নিয়ম রক্ষার ম্যাচে এই নজির গড়লেন তিনি। চার ওভার হাত ঘুরিয়ে চারটিই মেডেন নিলেন ফার্গুসন।সেই সঙ্গে তার ঝুলিতে তিনটি উইকেট।
এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর কানাডার সাদ বিন জাফর পানামার বিরুদ্ধে ৪ ওভার বল করে ৪টি মেডেন নিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন এটিই ছিল সর্বোচ্চ ডট বল করার রেকর্ড। লকি ফার্গুসন নতুন নজির গড়লেন সোমবার (১৭ জুন)।