04/19/2025 বিশ্বকাপ ব্যর্থতায় সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত
স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৪ ২৩:৫৮
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশ দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। কোনো রকম গ্রুপ পর্ব পেরিয়ে বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল টাইগাররা।
সেখানে প্রথম দুটি ম্যাচ হারার পরও আজ আফগানিস্তানের বিপক্ষে সুযোগ ছিল হিসাব মিলিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার। বাংলাদেশ সেই হিসাব মেলাতে পারেনি ব্যাটসম্যানদের ব্যর্থতায়। ম্যাচ শেষে তাই সমর্থক আর দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘বিশ্বকাপের পুরো যাত্রা সম্পর্কে বলবো, আমরা দল হিসেবে বাংলাদেশের সব সমর্থককে হতাশ করেছি। যারা আমাদের খেলা অনুসরণ করেন, সবসময় অনুসরণ করেন তাদের ‘লেট ডাউন’ করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি।