04/19/2025 চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে ভারত
স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৪ ১৯:১৪
২৮ জুন ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং এবং দুই স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিং নৈপুন্যে দশ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। গতরাতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ৬৮ রানে হারিয়েছে আগের আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।
২০২২ বিশ্বকাপ আসরে অ্যাডিলেডের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের মধুর প্রতিশোধ নিলো ভারত। ২০১৪ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত।
আগামীকাল ব্রিজটাউনে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।