04/19/2025 শ্রীলংকার অন্তর্বর্তীকালীন কোচ হলেন জয়সুরিয়া
স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২৪ ১৯:৪২
৭ জুলাই ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : শ্রীলংকা ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। ঘরের মাঠে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ এবং ইংল্যান্ড সফরের জন্য জয়াসুরিয়াকে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীংকার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ইংল্যান্ডের ক্রিস সিলভারউড। প্রধান কোচের পদ পূরণ করতে এখনও মাঠে নামেনি এসএলসি। কিন্তু ভারত ও ইংল্যান্ড সিরিজ সন্নিকটে থাকায় জয়সুরিয়াকে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয় এসএলসি।