03/17/2025 ইউক্রেনের খারকিভ অঞ্চলে মাইন বিস্ফোরণ : নিহত ৫
অনলাইন ডেস্ক
৯ জুলাই ২০২৪ ০০:০৪
৮ জুলাই, ২০২৪ (অনলাইন ডেস্ক) : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ এলাকায় রাশিয়ার পেতে রাখা একটি মাইনের আঘাতে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। তারা গাড়িতে করে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সোমবার গভর্নর এ কথা জানিয়েছেন।
গভর্নর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘একটি গাড়ি শত্রু পক্ষের পেতে রাখা মাইনের উপর দিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরণে ৫৩ বছর বয়সী এক পুরুষ, ৬৪ বছর বয়সী এক মহিলা, ২৫ বছর বয়সী আরেক মহিলা, পাঁচ বছর বয়সী এক ছেলে এবং তিন মাস বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে।’
সূত্র: এএফপি