04/19/2025 কোটা বাতিলের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ
অনলাইন ডেস্ক
১১ জুলাই ২০২৪ ২০:৫৬
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ এলাকা। এসময় শিক্ষার্থীদের পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতেও দেখা যায়। অন্যদিকে শাহবাগ-সংলগ্ন সড়কগুলোতে বন্ধ রয়েছে যান চলাচল। বৃহস্পতিবার বিকাল ৫.৪৫ এর দিকে শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে কোটা সংস্কার চেয়ে নানা স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে বিভিন্ন দেশাত্মবোধক গান, কবিতা এবং কোটা নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করছেন। এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান আন্দোলনকারীরা।