04/18/2025 অনিয়ম কমছে ব্যাংকে- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
Mahbubur Rohman Polash
১৮ জানুয়ারী ২০১৮ ২১:৫০
আমাদের অধিকারপত্র ডটকম : জাতীয় সংসদে আনা ব্যাংকে জালিয়াতি ঘটনার একটি প্রস্তাবের প্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলছেন, ব্যাংকিং খাতে জালিয়াতির ঘটনা নতুন নয়। বরং আগের তুলনায় অনেক গুণে অনিয়ম কমে আসছে।
মন্ত্রী বলেন, ব্যাংকে খেলাপি ঋণের পরিমান ছিল এক সময় ৪০ শতাংশের মতো, সেটি এখন কমে ১০ শতাংশের কাছাকাছি এসেছে।
১৯ জানুয়ারী জাতীয় সংসদে বেসরকারি দিবসে সংসদ সদস্য(সরকার দলীয় ) ইসরাফিল আলমের আনা এক সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলে। ব্যাংকিং জালিয়াতি ঘটনা সরকারের বদনাম আনছে জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার প্রস্তাব আনা হয়।
পরে অর্থমন্ত্রীর বক্তব্যে পর প্রস্তাবটা ফিরিয়ে নেন ইসরাফিল আলম।
ইসরাফিল তার প্রস্তাবে বলেন, ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনিয়ম ও ত্রুটিমুক্তভাবে পরিচালনা করার জন্য স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হোক।’
ব্যাংকিং খাতে জালিয়াতি সমালোচনা করে সংসদে আরও বক্তব্য রাখেন তিনি।
এই প্রস্তাবে সংশোধনী দিয়ে অবিলম্বে শব্দটি সংযোজনের দাবি জানান আরও ১০ জন সংসদ সদস্য।
এই প্রস্তাব নিয়ে বক্তব্য আরও রাখেন অর্থমন্ত্রী এবং বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থা যদিও পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। তবে অবিলম্বে ত্রুটিমুক্ত করতে সরকারের চেষ্টার কমতি নেই। তবে এগুলো কার্যকর করতে একটু সময় লাগবে।