04/21/2025 উত্তরাঞ্চলের মৃদু ভূমিকম্প অনুভূত
Mahbubur Rohman Polash
২১ জানুয়ারী ২০১৮ ০০:১৪
আমাদের অধিকারপাত্র ডটকমঃ দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদ্যু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল সোয়া সাতটার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এসব জেলার অনেকেই ভূমিকম্প অনুভব করেছেন।
ভূমিকম্প অনুভূত হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী। ৪.৬ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে বলে জানা গেছে। ভূমিকম্পের মাত্রা কম থাকলেও তাতে মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে।
ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের উত্তরাঞ্চল সংলগ্ন ভারতীয় কিছু এলাকাতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।